Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যস্যান্দন পত্রিকা আয়োজিত করতে চলেছে তাদের ৯ম তম শারদ সম্মান অনুষ্ঠান

স্যান্দন পত্রিকা আয়োজিত করতে চলেছে তাদের ৯ম তম শারদ সম্মান অনুষ্ঠান

মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সন্ধান পত্রিকার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এদিন স্যন্দন শারদ সম্মান 2022 -এর যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সরযূ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান বিগত বছরের ন্যায় এবছরও স্যন্দন পত্রিকা আয়োজন করতে চলেছে তাদের ৯ম তম শারদ সম্মান। শহর আগরতলা ও তার আশপাশের পুজোগুলিকে নিয়ে আয়োজিত হবে এই শারদ সম্মান প্রতিযোগিতা। সেরার সেরা পুজো বাদ দিয়েও আরও বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শকুন্তলা রোডের স্যন্দন অফিস থেকে ফ্রম সংগ্রহ করতে হবে পুজো উদ্যোক্তাদের। ১৪ ই অক্টোবর আগরতলার নজরুল কলাক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদান করা হবে পুরুস্কার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য