২০১৮ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে কর্মচারীদের বঞ্চনা অবসানের প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছিল , শিক্ষক – কর্মচারীদের নায্য পাওনা সব মিটিয়ে দেওয়া হবে এবং সপ্তম বেতন কমিশনের ন্যায় বেতন ভাতা , ডি.এ. ইত্যাদি দেওয়া হবে । কিন্তু ক্ষমতায় এসে সরকার সব প্রতিশ্রুতি ভুলে গিয়েছে । সমন্বয় কমিটির সিদ্ধান্ত মতে বকেয়া ২৬ শতাংশ ডি.এ. , কেন্দ্রীয় ৭ ম বেতন কমিশনের ন্যায় বেতনভাতা , চিকিৎসাভাতা শিক্ষক – শিক্ষিকাদের চাকুরীর স্থায়ী নিশ্চয়তা বিধান দ্রব্যমূল্যবৃদ্ধি রোধ করা এবং বেকারদের কর্মসংস্থানের জন্য সমস্ত শূণ্যপদ পূরণ এই ৬ দফা দাবীতে গত ৫ ই সেপ্টেম্বর থেকে দাবী সপ্তাহ পালন করে আসছে রবিবার, কমিটির কেন্দ্রীয় দপ্তর দিগ্বিজয় ভবন ‘ – এর সামনে থেকে দুই ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করা হয়। উক্ত অবস্থান কর্মসূচী থেকে দাবীগুলি নিয়ে একটি স্মারকলিপি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হয়। অবস্থান সভায় সভাপতি মণ্ডলীতে ছিলেন সমন্বয় কমিটির চেয়ারম্যান ননীগোপাল চক্রবর্তী , ভাইস চেয়ারম্যান নরেশ চন্দ্ৰ দত্ত । সভায় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির মহাসম্পাদক অঞ্জন রায় চৌধুরী , তাছাড়া গোপাল দেবনাথ , সুরেশ সাহা , শঙ্কর লালা দে , উপস্তিত ছিলেন।



