Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআসল ও নকল দল বিবাদে এ ভুগছে আমরা বাঙালি

আসল ও নকল দল বিবাদে এ ভুগছে আমরা বাঙালি

আমরা বাঙালি দলের প্রাক্তন প্রচার সচিব হরি গোপাল দেবনাথ কে এক বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তার বিরুদ্ধে এই শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে দল। শুক্রবার আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কিন্তু শনিবার প্রাক্তন প্রচার সচিব হরি গোপাল দেবনাথ আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই দিনের সাংবাদিক সম্মেলনে হরি গোপাল দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান সচিব গৌরাঙ্গ রুদ্র পাল এর বিরুদ্ধে ক্ষুভ উগরে দেন এবং পাশাপাশি আগামীকাল থেকে ভগৎ সিং যুব আবাসে কেন্দ্রীয় কমিটির সম্মেলন করা হবে এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য