Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য20 দফা দাবিতে সিপিআইএম বিধায়কদের প্রতিবাদ কর্মসূচি

20 দফা দাবিতে সিপিআইএম বিধায়কদের প্রতিবাদ কর্মসূচি

শনিবার সিপিআই-এম বিধায়করা MGNREGA থেকে অন্যান্য কাজ, জন সমস্যা, বেকারত্ব ইত্যাদি 20 দফা দাবি নিয়ে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারসহ অন্যান্য সিপিআইএম বিধায়করা। এদিন মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে, সরকার হাজার হাজার লোকের বাতিল সামাজিক পেনশন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিন্দা করেছেন। “যাদের টার্গেট করা হয়েছিল এবং এক মুহুর্তে তাদের সামাজিক পেনশন কমিয়ে দেওয়া হয়েছিল তাদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। সরকার যাতে কমানো সামাজিক পেনশন পুনরুদ্ধার করতে বাধ্য তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে”, তাছাড়া 2018 সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার সুবিধাভোগী তালিকা থেকে সামাজিক পেনশনভোগীদের নাম কাটার পরে বিবৃতিটি এসেছে। এটিতে এমনকি 80+ বছর বয়সী পুরুষ এবং মহিলাও অন্তর্ভুক্ত ছিল বলে জানান তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য