রাজ্যের ঐতিহ্যবাহী মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রবীন্দ্র হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের যেকোন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে কোনো অংশে কম নয় মহারাজা বীর বিক্রম কলেজ। এই কলেজ থেকে পড়াশুনা করে দেশ ও বিদেশে সমাদৃত হয়েছেন বহু গুণী ব্যক্তিত্ব। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের মানদন্ডকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এমবিবি কলেজকে কেন্দ্র করে একটি এডুকেশন হাব তৈরি করতে হবে। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানকে ঘিরে ‘আর্ট অফ এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রয়াস নিতে হবে। প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে কলেজের উন্নয়নে চিন্তাভাবনা করুন। রাজ্য সরকার সর্বতোভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহায়তা করবে। তাছাড়া তিনি বিনীতভাবে শ্রদ্ধা জানান মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এবং মহারাণী কাঞ্চনপ্রভা দেবীকে। যাদের ঐকান্তিক চেষ্টা এবং বিশেষ অবদানে এই কলেজ গড়ে উঠেছে। ঐতিহ্যবাহী এই কলেজের প্রেক্ষাপট সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে একটি ‘ই – বুক’ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি।



