Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজিবি হাসপাতালে শুরু হল নতুন সুপারস্পেশালিটি পরিষেবা

জিবি হাসপাতালে শুরু হল নতুন সুপারস্পেশালিটি পরিষেবা

জিবি হাসপাতালে শুরু হল নতুন সুপারস্পেশালিটি পরিষেবা, পেইন ক্লিনিক ইউনিটের ।Anaesthesiology বিভাগের এই সুপারস্পেশালিটি পরিষেবা উপলব্ধ থাকবে সপ্তাহে দুইদিন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। যেকোনো ক্রনিক ব্যাথা, ক্যান্সারের ব্যাথা, বিভিন্ন বাতের ব্যাথা( Arthritis), কোমড় ব্যাথা, মাথা ব্যাথা, অস্থি-স্নায়ু ও পেশীজনিত যেকোনো ব্যাথার চিকিৎসা এই ক্লিনিকে প্রদান করা হবে। বলা চলে দেশের খুব কম হাসপাতালেই এই অত্যাধুনিক সুপারস্পেশালিটি পরিষেবা রয়েছে। শুক্রবার এই অত্যাধুনিক পরিষেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যবাসীর জন্য সুখবর যে যাদের কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা বিভিন্ন ধরনের অস্থি পেশী ও স্নায়ুজনিত ব্যাথার চিকিৎসা এখন হচ্ছে জিবি হাসপাতালে। কেননা এই এনেসথিওলজি পরিষেবার সাথে জড়িত চিকিৎসকরা মিলে নতুন ওপিডি শুরু করেছে, যা পরিষেবাকে উন্নততর করতে সহযোগিতা প্রদান করবে এবং আগামী দিন যদি রোগী সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আরো একটি ওপিডি করার চিন্তা ভাবনা করা হবে ও সংবাদমাধ্যমের কর্মীদের মাধ্যমে এই পরিষেবার খবর রাজ্যবাসীর কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য