রাজ্যে ৩১ অক্টোবর থেকে নজরুল কলাক্ষেত্রে বহু প্রতিক্ষিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের যাত্রা শুরু হবে । ৭ নভেম্বর থেকে শুরু হবে পড়াশুনা । প্রাথমিকভাবে ৪ টি বিষয় নিয়ে এই ইনস্টিটিউশনে কোর্স করানো হবে । এতে ভর্তির জন্য বিজ্ঞাপন আগামী ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে । আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনে ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর । ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্রের পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি ভর্তির প্রক্রিয়া চলবে । যে চারটি বিষয়ের উপর প্রাথমিকভাবে কোর্স করানো হবে সেগুলি হল , ৪ সপ্তাহের জন্য ফিল্ম অ্যাপ্রিসিয়েশন , প্রোডাকশান ম্যানেজমেন্ট অন সিনেমা এন্ড টেলিভিশন এবং ৮ সপ্তাহের স্ক্রিন অ্যাকটিং , সাংবাদিকদের জন্য অ্যাঙ্কারিং অ্যান্ড নিউজ রিডিং এর উপর কোর্স । কোর্স শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ এ শিক্ষার্থীদের নিয়ে সমাবর্তন অনুষ্ঠান এবং সার্টিফিকেট প্রদান করা হবে । খুব স্বল্প অর্থের বিনিময়ে এই সকল কোর্স করা যাবে । গত ৫ সেপ্টেম্বর কোলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের সদর কার্যালয়ে রাজ্য সরকার ও এই ইনস্টিটিউশনের আধিকরিকদের নিয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয় । সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী আরও বলেন , তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটশন যৌথভাবে রাজ্যে ফিল্ম ইনস্টিটিউশনটি পরিচালনা করবে । নজরুল কলাক্ষেত্রে এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনের পরিকাঠামো গড়ে তোলার জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তরকে এবং সৌন্দার্যায়নের জন্য আগরতলা পুর নিগম , উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে । এই ইনস্টিটিউশন পরিচালনার জন্য প্রত্যেক বছর ৫ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয় করা হবে । তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন , বিগত সরকারগুলির কার্যকালে কখনও রাজ্যে এধরণের ইনস্টিটিউট গড়ে তোলার ক্ষেত্রে কোন ভূমিকা নেওয়া হয়নি । তিনি বলেন , পরবর্তী সময়ে রাজ্যে এই সকল কোর্স সম্পর্কে আগ্রহের উপর ভিত্তি করে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স চালু করা হবে । আমাদের প্রতিবেশি রাজ্য মণিপুর , আসাম , পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্প নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে । রাজ্যেও সদর্থক মনোভাব নিয়ে সরকার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে । আগামীদিনে একে ভিত্তি করে প্রচুর কর্মসংস্থান হবে বলেও সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশ হলে এখানকার সংস্কৃতি ও পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও ভারপ্রাপ্ত অধিকর্তা সন্তোষ দাস ৷



