পুলিশ নয় স্থানীয় মানুষই ছবি দেখে চোরকে চিহ্নিত করে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন।রাজ্যে চুরি ডাকাতির ঘটনা অহরহ ঘটে চলেছে। চোর ডাকাতের আতঙ্কে তটস্থ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ।রাজধানী আগরতলায়ও একের পর এক ঘটে চলেছে চুরি ডাকাতির ঘটনা। অভিযোগ ক্রমাগত চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারছে না। এ অবস্থায় সম্প্রতি রামনগরের এক নম্বর রোড এলাকায় একটি ফ্ল্যাটে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। বাসুদেব চৌধুরীর ফ্ল্যাট থেকে চোরেরা স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। এক চোরের ছবি ক্যামেরায় ধরা পড়েছিল ।তা পুলিশের হাতে দেওয়া হলেও পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। অবশেষে লোকজনই এই চোরকে নজর কে নজরে রেখে ফ্ল্যাটের মালিককে খবর দেন ।মঙ্গলবার চন্দ্রপুর এলাকা থেকে এই চোরকে আটক করে লোকজন । তিনি অভিযুক্ত যুবককে রামনগর এলাকায় নিয়ে আসেন ।খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবককে। ধৃত সেদিনের ঘটনার কথা স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলে জানা গেছে এই চুরি কাণ্ডের মূল পান্ডারা হলো বাংলাদেশি। ধৃতের বাড়ি রাজধানীর জয়পুর এলাকায়



