বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রাজ্যের বিদ্যালয়ে গুলিতে ব্যাপক শিক্ষক সংকট। অভিযোগ শিক্ষক স্বল্পতার কারণে পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এই অবস্থায় বাম ছাত্র সংগঠন দ্বয় এস এফ আই_ টি এস ইউ আন্দোলন চালিয়ে যাচ্ছে ।অভিযোগ এতেও টনক নড়ছে না শিক্ষা দপ্তরের। এই অবস্থায় সোমবার জাতীয় শিক্ষক দিবসের দিন বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে আন্দোলনে নামলো এস এফ আই টি এস ইউ। এ দিন মেলারমাঠ থেকে মিছিল করে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অফিস লেন শিক্ষা ভবনের সামনে আসেন।সেখানে তারা বিক্ষোভ সংগঠিত করেন। এরপর অফিস লেন শিক্ষা ভবনের সামনে পথ অবরোধ করেন ।তারা দাবি জানাতে থাকেন পর্যাপ্ত শিক্ষক নিয়োগের । ছুটি আসেন পুলিশ ।তাদেরকে গ্রেফতার করে। অভিযোগ পুলিশ তাদের টেনে হিছরে গাড়িতে তুলে । অভিযোগ পুলিশি নির্যাতনে আহত হয়েছেন এস এফ আই এর রাজ্য সভাপতি সুলেমান আলী। তাকে সঙ্গে সঙ্গে আইজি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



