প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিলেন, ” যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিবাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।” পাশাপাশি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছেন ” দেশের সব থেকে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন একজন শিক্ষক, শিক্ষকরাই তৈরি করতে পারেন আগামীর ভবিষ্যৎ, এক উন্নত দেশ।” সেই সূত্র ধরে লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আজ ৫ ই সেপ্টেম্বর, ২০২২ দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের – এর জন্মদিনে সকাল ১০ ঘটিকায় ৬১ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শহর ও শহরতলীর বিভিন্ন স্কুলগুলি থেকে ১২ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষিকাকে বিশেষ সম্মানে সম্মাননা জ্ঞাপন করা হয়। এই মহতী অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন – ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন মহোদয় , এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রাইভেট আই.টি.আই. এর অধ্যক্ষ-স্বামী বেদাঙ্গানন্দ মহারাজ জী। এই সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন- লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী রতন দেবনাথ মহোদয় । উদ্ভোধনী ভাষণে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী লংতরাই পরিবার কতৃক আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি দেশের নতুন জাতীয় শিক্ষানীতির কথা তুলে ধরেন এবং এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছাত্রদের প্রকৃত শিক্ষার জন্য শিক্ষকদের একাগ্রতার প্রয়োজনীয়তা তুলে ধরেন ।



