Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে উৎপন্ন হচ্ছে গুণগত মান সম্পন্ন চা- সুশান্ত চৌধুরী

রাজ্যে উৎপন্ন হচ্ছে গুণগত মান সম্পন্ন চা- সুশান্ত চৌধুরী

আমাদের ত্রিপুরা রাজ্যে গুণগত মানসম্পন্ন চা উৎপাদিত হচ্ছে। এই চা-কে আরও জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে আজ সকালে “ত্রিপুরা চা উন্নয়ন নিগম” ও ভারত সরকারের টি বোর্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন রানফরটি। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমি সংলগ্ন বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর টি কর্নারের সামনে থেকে এই দৌড় শুরু হয়। এতে খেলোয়াড়, চা- শ্রমিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এদিন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার চা নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি আশা রাখেন যে ত্রিপুরার চা নীগম নিজেদের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে ও ত্রিপুরার চাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তা সক্ষম হবে বলে। এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য