Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যশিক্ষক দিবস উপলক্ষে ছোট ক্লাসের ছাত্র-ছাত্রীদের পাঠদান করছেন বড় ক্লাসের ছাত্রছাত্রীরা

শিক্ষক দিবস উপলক্ষে ছোট ক্লাসের ছাত্র-ছাত্রীদের পাঠদান করছেন বড় ক্লাসের ছাত্রছাত্রীরা

কথায় বলে, জীবনে প্রথম যিনি পৃথিবীর আলো দেখান তিনি প্রথম গুরু। যে মানুষটি হাত ধরে সমস্ত বাঁধা বিপত্তি টলতে সেখান তিনি দ্বিতীয় জন আর অবশ্যই হাজার চড়াই উতরাই পার করতে জীবনের জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টায় যিনি আমাদের নানানভাবে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন তিনি শিক্ষাগুরু। ছোটবেলা থেকেই শিক্ষকের প্রতি এক অগাধ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই পথ চলতে শুরু করে সবাই। কোনটি সঠিক আর কোনটি ভুল তার ব্যাখ্যা দিয়েইসবসময়ইবাঁচিয়েচলেছেন শিক্ষকেরা। ৫ সেপ্টেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হবে শিক্ষক দিবস। প্রথাগত স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড: শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। একজন সুদক্ষ দার্শনিক, দক্ষ রাজনীতিবিদ এবং তারও উপরে একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবেই তাঁর পরিচয় সর্বাধিক। তাঁর শিক্ষার এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ ভালবাসাই বারবার টেনে নিয়ে গেছে বিশ্বের নানানশিক্ষাপ্রতিষ্ঠানে। বিশেষত তাঁর নিজের ছাত্রদের থেকে সবসময় পেয়েছেন অগাধ ভালবাসা। একবার সেই প্রসঙ্গেই ছাত্রছাত্রীদের থেকে অনুরোধ পান তাঁর জন্মদিন উদযাপন করার, সেইদিনই তিনি প্রথম ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন তাঁর জন্মদিন শুধু নয়, আজ থেকে এইদিনে যেন শিক্ষক দিবস পালন করা হয়। ৬১ তম শিক্ষক দিবসকে কেন্দ্র করেখয়েরপুর পল্লী মঙ্গল দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের , বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে নিজেদের শিক্ষা জ্ঞান যেমন অর্জন করছেন তেমনি ছোট ক্লাসের ছাত্র-ছাত্রীদের কেউ সেই শিক্ষার জ্ঞান দিচ্ছেন দিচ্ছেন বলে জানান ছাএ ছাএীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য