বিগত দু’বছর করোণা মহামারীর কারণে সিদ্ধিবিনায়ক দেবতা গণেশের পুজোর আনন্দ থেকে রাজ্যবাসী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান বিরত থাকলেও, এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে সিদ্ধিবিনায়ক দেবতা গণেশের আরাধনায় ব্রতি হয়েছেন বিভিন্ন সামাজিক সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান অল ফুটওয়্যার মার্চেন্ট এসোসিয়েশন তাদের সপ্তম গণেশ দেবতার আরাধনায় ব্রতি হয়েছেন। সেই উপলক্ষে শুক্রবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রসাদ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সহ সম্পাদক বিশাল সাহা এবং প্রতিষ্ঠানের সম্পাদক কিশোর সাহা সহ অন্যান্য সদস্যরা। এদিন সাধারণ মানুষের মধ্যে গণেশ পূজার প্রসাদ তুলে দেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সহ-সম্পাদক বিশাল সাহা। তাছাড়া এই দিন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সম্পাদক বিশাল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনার পাশাপাশি সকালের সুস্বাস্থ্য এবং অল ফুটওয়্যার মার্চেন্ট এসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করেন দেবতা গণেশের কাছে বলে জানান।



