রাজ্যে শিল্প স্থাপনের জন্য যে অনুকূল পরিবেশ রয়েছে তা লাগাতে হবে । রাজ্যের অর্থনৈতিক বিকাশে রাজ্যে উৎপাদিত পণ্যসামগ্রীর রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা নিতে হবে শিল্প ও বাণিজ্য দপ্তরকে । আজ বোধজংনগর শিল্প নগরীতে উদ্যোগী ভবন ও ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা ) মানিক সাহা একথা বলেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিল্পের বিকাশ ও সম্প্রসারণে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন । তিনি বলেন , শান্তির পরিবেশ বজায় থাকলেই দেশ – বিদেশের শিল্প উদ্যোগীরা রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহিত হবেন । অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এবং কোভিড বুস্টার ডোজ সেন্টারটি পরিদর্শন করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় , শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা স্বপ্না দেবনাথ , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স আ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্যে শিল্প স্থাপনে যোগাযোগ সহ বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে । ফলে বহির্রাজ্যের শিল্প উদ্যোগীগণ রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছেন ৷ রাজ্য সরকারও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে । রাজ্যে বিগত সরকারের সময়ে শিল্পের বিকাশে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি । আন্দোলনের নামে শিল্প ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে । বর্তমান সরকার সবকা সাথ , সবকা বিশ্বাস ও সরকা প্রয়াসের মূলমন্ত্রকে পাথেয় করেই রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে । ত্রিপুরায় উৎপাদিত পণ্য বাংলাদেশে যাতে বেশি করে রপ্তানি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী বাংলাদেশের সহকারী হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান । মুখ্যমন্ত্রী বলেন বোধজংনগর শিল্প নগরীর উন্নয়নে স্থানীয় জনগণকেও পাশে রাখতে হবে । মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন । অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন , রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর বোধজংনগরে শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । শিল্পের উন্নয়নে শিল্প উদ্যোগীদের সঙ্গে বেশ কয়েকবার মতবিনিময় সভাও করা হয়েছে । এই মতবিনিময় সভায় যে সমস্ত সমস্যার কথা উঠে আসত তা দ্রুত সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে । অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন , বর্তমানে রাজ্যে শিল্প বান্ধব সরকার রয়েছে । এই সরকারের সাড়ে চার বছরের সময়কালে অনেকগুলি শিল্প ইউনিট স্থাপিত হয়েছে । অনুষ্ঠানে বোধজংনগর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প ইউনিটে কর্মরত শ্রমিকদের সন্তানদের মধ্যে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য পেয়েছে তাদের সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধনাস্বরূপ তাদের হাতে স্মারক উপহার অভিজ্ঞানপত্র ও চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যানা অতিথিগণ ।



