বৃহস্পতিবার আগরতলার পশ্চিম জেলা পুলিশের মুখ্য কার্যালয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডিপোটেশনে মিলিত হয়। রাজ্যে ক্রমা বর্ধমান নারী নির্যাতন এর সংখ্যা বেড়েই চলেছে এই বিষয়ে থানায় মামলা করা হলো অভিযুক্তরা নির্যাতিত পরিবারের উপর মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলছেন সে বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না.। বিশেষ করে রানীবাজার বৃদ্ধিনগর কলেজ পাঠরতা ছাএী কে বিজেপির নেতা জবরদস্তি করে পাশাপাশি মোহনপুর মোহকুমার নড়সিংগড়ে সপ্তম শ্রেনীর ছাএী কে শিলতাহানি করে বিজেপি নেতা, তাই সারাভারত গনতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন এ মিলিত হন।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সারাভারত গনতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলার সাধারন সম্পাদীকা বলেন পশ্চিম জেলার পুলিশ যেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করেন তা না হলে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি আগামী দিনে আরো বুহত্তর অন্দেলন করবে বলে জানান তিনি।



