ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলার রাজ্য পুলিশের মুখ্য কার্যালয় পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট চার দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হন। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি সুলেমান আলি, ভারতের ছাত্রদলের রাজ্য সম্পাদক সন্দীপন দেব,সহ অন্যান্যরা। হে দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি সলেমান আলী বলেন, ইদানিং কাল ত্রিপুরা রাজ্যে নেশ া চুরি চিন্তায় যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত,। বাড়িতে যে শান্তি মত পড়াশোনা করবে কলেজে যাবে স্কুলে যাবে এই পরিবেশ আতঙ্কগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এরমধ্যে ত্রিপুরা রাজ্যের প্রায়ই ছাত্রীরা নির্যাতিতা হচ্ছে তার মধ্যে ও মোহনপুর মহাকুমার নবগ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনাই আসামিদের গ্রেপ্তার এর দাবি করেন ভারতের ছাত্র ফেডারেশন।



