বৃহস্পতিবার রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো আগরতলায় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, তাছাড়া এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং বলেন সেলুন কর্মীরা ভালো নেই। খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে ও এই পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার প্রশ্নে আলোচনাক্রমে পারিশ্রমিক বৃদ্ধি হওয়া দরকার বলে অভিমত ব্যাক্ত করেন। তারপর এদিনের সম্মেলন শেষে সেলুন কর্মীদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আগামী দিন আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি। এদিনের রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষৌর কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



