Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যগ্রামীণ এলাকা শক্তিশালী না হলে কোন রাজ্য এবং দেশ শক্তিশালী হবে না-...

গ্রামীণ এলাকা শক্তিশালী না হলে কোন রাজ্য এবং দেশ শক্তিশালী হবে না- মুখ্যমন্ত্রী

বুধবার ত্রিপুরা লাইভলিহুড মিশনের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ক্রেডিট ক্যাম্পে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও দপ্তরের আধীকারিকগন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা সরকার চাইছে মা – বোনেদের আর্থ সামাজিক ব্যবস্থার মানোন্নয়ন। এজন্য চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। গ্রামীণ এলাকা শক্তিশালী না হলে কোন রাজ্য এবং দেশ শক্তিশালী হবে না। SHG বা স্বসহায়ক গোষ্ঠীগুলির মাধ্যমে ত্রিপুরার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর পাশাপাশি স্বসহায়ক গোষ্ঠীগুলির মাধ্যমে গুনগতমানের সামগ্রী উৎপাদন করতে হবে। যাতে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও ত্রিপুরার পণ্য সমাদৃত হয়। এভাবেই আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে বলে জানান। তাছাড়া তিনি এদিন আরও বলেন রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল গ্রামোন্নয়ন দপ্তরের অধীন টিআরএলএম- এর উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের প্রচুর সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী বিভিন্ন সংস্থায় চাকরির জন্য নির্বাচিত হয়। আজ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার উপস্থিতিতে টিআরএলএম- এর উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ক্রেডিট ক্যাম্পে চাকরি প্রাপক যুবদের বেশ কয়েকজনের হাতে জব অফার লেটার তুলে দেন তিনি ও তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য