Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যসারা দেশের সাথে রাজ্যে ও যথাযথ মর্যাদায় পালিত হল রাজা রামমোহন রায়ের...

সারা দেশের সাথে রাজ্যে ও যথাযথ মর্যাদায় পালিত হল রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী

রাজা রামমােহন রায় ভারতীয় সমাজ থেকে কুসংস্কার দূর করে জাতিকে আলাের পথ দেখান। তাঁকে ভারতের প্রথম আধুনিক মানুষ, ‘আধুনিক ভারতের জনক হিসাবে ভূষিত করা হয়। তাছাড়া সমাজের অন্যতম কুসংস্কার জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরােধিতা করেন এবং সতীদাহ প্রথাসহ নানান কুসংস্কার দমনে আন্দোলন চালিয়েছেন রাজা রামমোহন রায়। তারই পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায়ের অবদানগুলিকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলস্তরে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকী পালন করা হয় রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীর আর্থিক সহযোগিতায়। কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সুবিশাল রেলী বের করা হয়, এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বীরচন্দ্র লাইব্রেরীর অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। এদিন শিক্ষা মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজা রামমোহন রায় আমাদের সমাজে যে কুসংস্কার গুলো ছিল তার বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়েছিলেন। তাই ওনার এই অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই কর্মসূচি এবং আজকের এই রেলীর মূল বিষয়বস্তু নিয়ে বলতে গিয়ে তিনি জানান নারী স্বশত্তিকরণ এবং নারীদের বিভিন্ন ক্ষেত্রে আরো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে সে বিষয়ে অবগত করার লক্ষ্যে আজকের এই কর্মসূচি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য