Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্য১৫ দফা দাবিতে আম আদমি পার্টির সাংবাদিক সম্মেলন

১৫ দফা দাবিতে আম আদমি পার্টির সাংবাদিক সম্মেলন

মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে ১৫দফা দাবীর ভিত্তিতে আম আদমি পার্টির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির ধলাই জেলার কো ইনচার্জ প্রবীণ কুমার গই, বিক্রম দেববর্মা, সত্য দেববর্মা, জন দেববর্মা সহ আপ পার্টির অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধোলাই জেলার কো ইনচার্জ প্রবীন কুমার গই বলেন ২৩শে বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টি ত্রিপুরার রাজ্যে প্রতিদ্বন্দ্বীতা করবে, পাশাপাশি আম আদমি পার্টিকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করতে চান তারা, তাছাড়া এদিন তিনি তাদের ১৫ দফা দাবীসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জানান,

  1. বিজেপি আপনার করের টাকা ব্যবহার করছে , যা সাধারণ মানুষের রক্ত – ঘামের মূল্যে আসে , তাদের কোটিপতি বন্ধুদের ঋণ শোধ করতে ।
  2. আপনার টাকায় বিধায়ক কিনে বিজেপি এখন পর্যন্ত অনেক রাজ্যে সরকার পতন করেছে।মহারাষ্ট্র গোয়া , কর্ণাটক আসাম , মধ্যপ্রদেশ , বিহার , অরুণাচল প্রদেশ , মণিপুর এবং মেঘালয়ে সরকার পতন হয়েছে । জনগণ অনেক প্রত্যাশা নিয়ে একটি সরকার বেছে নেয় এবং বিজেপি অর্থের ভিত্তিতে বিধায়কদের কিনে সরকারকে পতন করে ।
  3. সরকার পতনের জন্য বিজেপির সর্বত্র একই প্যাটার্ন রয়েছে । এই সমস্ত রাজ্যে বিজেপি সিবিআই / ইডি অভিযানের ভয় দেখিয়ে সারা দেশে 277 জন বিধায়ককে কিনেছে । এমনকি যদি 20-20 কোটি টাকা সমস্ত বিধায়ককে দেওয়া হত , তবে এখন পর্যন্ত 5500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ।
  4. আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে দিল্লিতেও বিজেপি আম আদমি পার্টির প্রত্যেক বিধায়ককে 20-20 কোটি টাকার প্রস্তাব দিয়েছোবিজেপি 40 জন বিধায়ক চায় , তাই আমরা বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই , তারা 800 কোটি টাকা কোথায় রাখছে ? এত টাকা বিজেপি পায় কোথা থেকে ?
    5 . আমরা যদি দিল্লির 800 কোটি টাকা যোগ করি , তাহলে এখন পর্যন্ত বিজেপি বিধায়ক কিনভে 6300 কোটি টাকা খরচ করেছে।বিজেপি এত টাকা কোথা থেকে পায় ? এটা কার টাকা ?
  5. আজ দেশে তারা মুদ্রাস্ফীতি এতটাই বাড়িয়ে দিয়েছে যে প্রতিটি মানুষ মুদ্রাস্ফীতি নিয়ে খুব চিন্তিত : 2014 সালে ডিজেলের দাম ছিল 54 টাকা , আজ 90 টাকা ।2014 সালে পেট্রোলের দাম ছিল 60 টাকা , আজ তা 110 টাকা।সিএনজি আগে ৩৫ টাকায় পাওয়া যেত , আজ তা হয়েছে ৭৫ টাকায় । রান্নাঘরের সিলিন্ডারের মতো প্রয়োজনীয় জিনিসপত্র আগে 410 টাকায় পাওয়া যেত , আজ তা 1053 টাকায় পরিণত হয়েছে । ভোজ্যতেল ৭০ টাকায় পাওয়া যেত , আজ তা হয়েছে ১৭০ টাকায়। একইভাবে প্রতিটি খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে এবং সবকিছুর দাম দ্বিগুণ বা তিনগুণ হয়েছে । এত মূল্যস্ফীতি , ওপর থেকে বেড়েছে জিএসটি , কোথায় যাচ্ছে এই টাকা ? আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে হয় বিজেপি তার কোটিপতি বন্ধুদের ঋণ মকুব করছে বা বিধায়ক কিনতে ব্যবহার করছে ।
    ৪. মহারাষ্ট্রে যদি সরকার পতন ঘটাতে হয় , তাহলে বাটার মিল্ক , দই , গম এবং চালের উপর জিএসটি আরোপ করা হয়েছিল , একইভাবে তারা পেট্রোল এবং ডিজেলের উপর কর বাড়ায় , মুদ্রাস্ফীতি বাড়ায় , কোটিপতি বন্ধু এবং বিধায়কদের ঋণ মাফ করে । যে কোন রাষ্ট্রের সরকার কিনবে , বাদ দেবে। বিজেপি গরীবের টাকা চুষছে । সব টাকা খরচ হচ্ছে মোদীজির ক্ষমতা পূরণে । 9. সম্প্রতি লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনগণের কাছে সহযোগিতা চেয়েছেন । আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল জি প্রধানমন্ত্রীকে দুর্নীতির পাঁচটি জ্বলন্ত সমস্যা সম্পর্কে বলেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে তিনি যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে হন , তাহলে তাদের তদন্ত করে দেখান : • গুজরাটের যুবকরা পরীক্ষার পেপার ফাঁসের কারণে উদ্বিগ্ন , প্রতিটি পেপার যা হওয়ার কথা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে । গুজরাটে ২৭ বছর ধরে বিজেপির সরকার রয়েছে । মোদিজি , সাহস থাকলে গুজরাট নির্বাচনের আগে দোষীদের জেলে দিন । • এখনও পর্যন্ত গুজরাটে মোদীজির এক বন্ধুর ব্যক্তিগত বন্দর থেকে 22 হাজার কোটি টাকার মাদক ধরা পড়েছে। যদি মোদীজির সাহস থাকে , তাহলে গুজরাট নির্বাচনের আগে সিবিআই / ইডি তদন্ত করে দেখান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য