মঙ্গলবার সিপিআইএম বিদ্যাসাগর অফিসে রক্তদান শিবির করে ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এদিন রক্তদান শিবিরে যুবক-যুবতীরা উৎসাহ নিয়ে রক্ত দেন। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বামযুব নেতৃত্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী সোমবার খুমুলুঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন জনবর্জিত জনসভায় দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়েছেন নাড্ডা। বিজেপি দলের প্রতি মানুষের যে ক্ষোভ এবং জনজাতিরা যে দুচোখে দেখতে পারেন না তার প্রমাণ হলো সোমবারের জনসভা। পাশাপাশি তিনি নিন্দা জানান সোমবারের জনসভায় আসার পথে বিভিন্ন জায়গায় সমাবেশ মুখী গাড়িতে দুই একটি হামলার ঘটনার। জিতেন বাবু বলেন গণতান্ত্রিকভাবেই বিজেপিকে ত্রিপুরা ছাড়া করতে হবে এবং ত্রিপুরা ছাড়া হবেই বলে।