প্রত্যেকদিন চুরের দল রাজ্যের পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে রাতের আধারে বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী। শনিবার রাতে চুরের দল দাপিয়ে বেড়ালো গোটা রামনগর এলাকায়। এদিন একই এলাকায় সংঘটিত হল তিনটি চুরির ঘটনা। এমনিতেই সাধারণ মানুষ এখন ডাকাতের আতঙ্কে তঠস্থ। এর মধ্যে আবার বাড়ছে চুরির ঘটনা। শনিবার রাত রামনগর চারের শেষ মাথায় মসজিদ সংলগ্ন এলাকায় বাজারের দুই দুটি দোকানে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিল নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদীপ দাস নামক এক দোকানের কর্ণধার পুলিশের ভূমিকা নিয়ে খুব ব্যক্ত করেন এবং তিনি জানান চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ জানিয়েছে যে তাদের স্টাফ নেই স্টাফ আসলে সাড়ে দশটায় কি এগারোটায় আসতে পারি কিনা সে বিষয়ে দেখবে সুতরাং পুলিশের এমন ভূমিকা অত্যন্ত নিরাশ জনক বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি উনার দোকানের পাশাপাশি একই এলাকার আরো কয়েকটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।এখন প্রত্যেকের একটাই অভিমত পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে চুরির ঘটনা অনেকটাই লাগাম টানা সম্ভব হতো বলে। এদিনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।