গোটা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টীর সাধারন কার্যকর্তা থেকে শুরু করে দলের মন্ত্রী বিধায়করা নিজ নিজ যথায়থ মর্যাদায় শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। রবিবার ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর মজলিশপুর পঞ্চায়েতের কম্যুনিটি হলঘরে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র মনকীবাত অনুষ্ঠান শুনলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানে এলাকার মা বোনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।