রবিবার DYFI অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলার অভয়নগর এলাকায় এ রক্তদান শিবির করা হয় উপস্থিত ছিলেন বিরোধীদল মানিক সরকার সহ সহ অভয়নগর অঞ্চল কমিটির সদস্যরা, এদিনে মোট ৪০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সহ সম্পাদক আব্দুল আলী বলেন এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের ব্লাড বেঙ্গলি আছে প্রত্যেকটার মধ্যেই প্রতিদিন গেলে পরে রক্ত নেই এরকম হাহাকার তৈরি হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যেখানে রক্ত দান করছেন প্রত্যেকটা মানুষকে আহ্বান রাখছেন সকলের জন্য রক্তদানে এগিয়ে আসেন। বিশেষ করে বর্তমান সময়ে বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরা রাজ্যে আসার পর প্রতিনিয়তই ধর্মের যে ভেদাভেদের সুরসুরি দেওয়ার চেষ্টা করছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে ভারতের গণতান্ত্রিকশন রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের মানুষের যে মেলবন্ধন সেটাকে আরো কত বেশি সুদৃঢ় করা যায সেদিকে দৃষ্টি রেখে রক্তদান শিবির ও অন্যান্য সামাজিক কর্মসূচি করে যাচ্ছেন বলে জানান তিনি।