দুদিনের রাজ্য সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।জে পি নাড্ডা। রবিবার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজধানীর এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন এবং তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববমা, বিজেপি ত্রিপুরা প্রভারি সাংসদ বিনোদ সোনকর। বিজেপি রাজ্য সভাপাতি রাজিব ভট্টাচার্য্য। এদিন সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এমবিবি বিমানবন্দরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনে বিজেপি নেতৃত্বদের নিয়ে। তারপর তিনি রাজ্যের অতিথিসালার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে তিনি রাজ্যস্তরীয় কাযকতাদের সাথে বৈঠক করবেন এবং বিকাল সাড়ে ৩ টায় বৈঠক করবেন দলের জনজাতি বিধায়কদের সাথে। বিকাল ৫টায় রাজ্যের মন্ত্রী এবং দলের সমস্ত বিধায়কদের সাথে বৈঠক করবেন তিনি বলে জানা যায়।