শনিবার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ ব্রাম টিচিং হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাসহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পড়াশুনার পাশাপাশি সমাজসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের। চিকিৎসকদেরও সমাজের স্বার্থে কাজ করতে হবে। সকলের মিলিত প্রচেষ্টাতেই ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে। তাছাড়া প্রতিভার দিক দিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা দেশের কোন অংশের তুলনায় কম নয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যারা পুরস্কৃত হয়েছেন তাদের অধিকাংশই মেয়ে। এটা রাজ্যের খুবই গর্বের। রাজ্য সরকার মহিলাদের অগ্রাধিকার দিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে। এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।