মাদার টেরেসার ১১২-তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মাদার টেরেসার ১১২ তম জন্মবার্ষিকী পালন করা হয় মিশনারি অফ চ্যারিটি কুঞ্জবন এলাকায়।মাদার টেরেসা বা “সাধিকা” টেরেসা সমাজের প্রতি ও দুঃস্থদের জন্য তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তিনি দুঃস্থের সেবা করবেন বলে তাঁর দেশ ছেড়ে ভারতে এসেছিলেন। তাঁরআসল নাম ছিলো অ্যাগনেস গোঞ্জা বোজাক্সিউ এবং তিনি জন্মেছিলেন স্কোপজেতে যেটি বর্তমানে ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী। মাত্র ১৮ বছর বয়সে তিনি সন্ন্যাসী হওয়ারজন্য ঘর ছাড়েন। তিনি গরিব ও দুঃস্থদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেন। তিনি ১৯৫০ সালে কলকাতায় মিশনারিস অফ চ্যারিটি স্থাপন করেন, এটি এখন একটিআন্তর্জাতিক পরিবার। ওঁর জীবন সকলকে উদ্বুদ্ধ করে। মাদার টেরেসার ১১২ তম জন্মদিন দেশ ও বিদেশে পালন করা হচ্ছে।