নবনির্বাচিত নতুন সভাপতি রাজিব ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হলো প্রদেশ বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, দলের প্রভারি বিনোদ সোনকর সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে প্রদেশ সভাপতির ব্যাটন গেল রাজিব ভট্টাচার্যের হাতে। এতদিন ধরে সভাপতি ছিলেন ডাক্তার মানিক সাহা। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে স্বাভাবিকভাবেই নতুন প্রদেশ সভাপতি নির্বাচন করা জরুরী হয়ে পড়েছিল। অবশেষে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরা প্রদেশ সভাপতি হিসেবে রাজিব ভট্টাচার্যকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। শুক্রবার দলের কার্যালয়ে নবনির্বাচিত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, দলের প্রভারি বিনোদ সোনকর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য নেতৃত্বসংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আশা প্রকাশ করেন রাজীব ভট্টাচার্য_র মাধ্যমে ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে। রাজিব ভট্টাচার্যের নেতৃত্বে ২০২৩ এ বিধানসভা নির্বাচন হবে সরকার এবং দলের মধ্যে যাতে সমন্বয় থাকে সেই আশা প্রকাশ করেন মানিক সাহা ।এদিকে নবনির্বাচিত সভাপতি ভট্টাচার্য বলেন ২০২৩ এর যে লক্ষ্য সেই লক্ষ্য যাতে পূরণ করা যায় তার জন্য দলীয় নেতৃত্বের আশীর্বাদ চান।.