Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যজন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত মন্ত্রী সুশান্ত চৌধুরী

জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত মন্ত্রী সুশান্ত চৌধুরী

বৃহস্পতিবার ২৫ আগস্ট রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জন্মদিন উনার জন্মদিনে সামাজিক মাধ্যমের পাশাপাশি উনার শুভাকাঙ্ক্ষীদের দ্বারা পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। তার পাশাপাশি এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভায় অংশ নিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী,ভারতীয় জনতা পার্টির  সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সইকিয়া,ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রভারী তথা উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের সাংসদ বিনোদ সোনকর,
কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ সুশ্রী প্রতিমা ভৌমিক,রাজ্য মন্ত্রীপরিষদের অন্যান্য মন্ত্রী,বিধানসভার অন্যান্য বিধায়ক-বিধায়িকাদের দ্বারা জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে যান এবং তিনি বলেন, আমি আপ্লুত,আমি অভিভুত….!! ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্য্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির  সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সইকিয়া,ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রভারী তথা উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের সাংসদ বিনোদ সোনকর,
কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ সুশ্রী প্রতিমা ভৌমিক,রাজ্য মন্ত্রীপরিষদের অন্যান্য মন্ত্রী,বিধানসভার অন্যান্য বিধায়ক-বিধায়িকারা আমার জন্মদিনে আমাকে যে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তাতে তিনি অত্যন্ত আপ্লুত এবং এর জন্য সকলের  প্রতি কৃতজ্ঞ যে ওনার জীবনের এই বিশেষ দিনটিকে মনে রেখেছেন সবাই ও ওনার জন্মদিনের জন্য ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলে নিজ নিজ সামাজিক মাধ্যমে এমন সুন্দর সুন্দর বার্তা প্রেরণ করেছেন। উনার জন্মদিনে যারা উনাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে উনার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান এবং সকলের প্রতি আন্তরিক শুভ কামনা সত্যিই উনাকে উদ্বেলিত করেছে ও উনাকে এভাবে  সর্বদা স্নেহ ও ভালোবাসার মাধ্যমে সমর্থন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য