বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলাশাসকের কার্যালয়ে দিব্যাঙ্গজন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো কৃতি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনসহ পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন দিব্যংগজনদের যেন বোঝা না ভাবা হয় তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান রাজ্যবাসীর নিকট, তাছাড়া দিব্যাঙ্গজন ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে যার ফলে দিব্যাঙ্গজনরা আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারে সেই লক্ষ্যে বলে। তাছাড়া এদিন তিনি আরো বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই দিব্যাঙ্গজনদের সঙ্গে নিয়ে রাজ্য সরকার আগামী দিনে এগিয়ে যাবে বলে।