বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশুরিয়ার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয়, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিন শিক্ষা মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের বিকাশের ক্ষেত্রে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভূমিকা উল্লেখযোগ্য বলে অভিহিত করেন এবং ছাত্র-ছাত্রীদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে এ ধরনের ডিবেট প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান। তাই শিশু বিহার বিদ্যালয়ের প্রাক্তনীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া রাজ্যে প্রথম সরকারি ইংলিশ মিডিয়াম কলেজ শুরু হতে চলেছে যার নাম শ্রী অরবিন্দ কলেজ ইংলিশ মিডিয়াম বলে জানানোর পাশাপাশি, শিক্ষামন্ত্রী আরও বলেন উনার জীবনকালে বিদ্যালয়ের জীবনে এ ধরনের প্রতিযোগিতা প্রায়ই হতো কিন্তু কোন কারণবশত তা বন্ধ হয়ে গেছে তাই এই যে শিশু বিহার প্রাক্তনীদের এই ডিবেট প্রতিযোগিতার যে ধারাবাহিকতা তা ধরে রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী এবং বিগত আট বছর ধরে এই ধরনের উল্লেখযোগ্য অনুষ্ঠান করে আসছেন বলে জানান। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়