Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যফ্যাসিবাদী সরকারের হাত থেকে ত্রিপুরা ও ভারতকে মুক্ত করতে গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান...

ফ্যাসিবাদী সরকারের হাত থেকে ত্রিপুরা ও ভারতকে মুক্ত করতে গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান ও মানবাধিকার রক্ষার জন্য আওয়াজ তুললেন ইয়েচুরি

“সিবিআই এবং ইডিকে অপব্যবহার করে বিজেপি বিরোধী মুক্ত দেশ গড়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে”, বুধবার আগরতলা টাউন হলে সিপিআই(এম) রাজ্য কমিটির আলোচনা সভায় বক্তৃতাকালে সিপিআই(এম) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এমন অভিযোগ করেন। এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে ত্রিপুরা ও ভারতকে মুক্ত করতে ইয়েচুরি গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান ও মানবাধিকার রক্ষার জন্য আওয়াজ তুলেছেন। এদিন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের সম্পত্তির মালিক জনগণ। কিন্তু দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার পর থেকে একের পর এক জনগণের সম্পত্তি বিক্রি করে চলেছে। এর পেছনে তাদের মূল উদ্দেশ্য পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা বলে অভিযোগ করেন তিনি। বিজেপি নেতাদের উত্থাপিত বক্তব্য জনগণ গ্রহণ করছে না। তাই বিজেপি হতাশ হয়ে নিচের কথা বলছে। বামফ্রন্ট এসবের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। বৈঠকে বিজেপিকে টেবিলে বসিয়ে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেছিলেন যে বিজেপি আগে যে অনুপ্রেরণা পেত তার ধারে কাছে নেই, যার ফলস্বরূপ মানুষ দিন দিন এই সরকারের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার সংগ্রামের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। এ জন্য বিরোধী দলের নেতা কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তাই এই জনগণের শত্রু সরকারকে উৎখাত করতে হবে এবং সরকার বলে যে এটি গণতন্ত্রের পুনরুদ্ধার। তিনি আরও বলেন, রাজ্যজুড়ে লুটপাট চলছে। থমকে গেছে উন্নয়ন কাজ। আর শিক্ষা-স্বাস্থ্য সবই ভেঙে পড়েছে, পানীয় জলের তীব্র সংকট। বিদ্যুৎ পরিষেবা বন্ধ। প্রতিদিনই বিক্ষোভে অংশ নিচ্ছে মানুষ। মানিক সরকার বলেন, জনগণের এই জ্বলন্ত সমস্যা নিয়ে রাজপথে নামা ছাড়া উপায় নেই। এদিন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতারাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য