আজাদি কা অমৃত মহোৎসব সমগ্র শিক্ষা ত্রিপুরা শিক্ষা বিভাগ (স্কুল) SCERT সরকার। ত্রিপুরা টি লাভ ফাউন্ডেশনের রাজ্যব্যাপী সামাজিক আবেগগত শিক্ষার পাঠ্যক্রম “সহর্ষ” এর পাইলট সূচনা করা হয় বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের হল ঘড়ে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ,সম্মানিত অতিথি এম.এস. চাঁদনী চন্দ্রন, আইএএস, সমগ্র শিক্ষা। এন.সি. শর্মা, ডিরেক্টর এসসিইআরটি, ত্রিপুরা এবং ডিরেক্টর উচ্চশিক্ষা, সরকার। প্রজেক্টর মাধ্যমে “সহর্ষ উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শিক্ষা মন্ত্রীর বলেন বর্তমান সরকার রাজ্যে আসার পর থেকে শিক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছি পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের আটটি জেলার ৪০টি বিদ্যালয়ের মধ্যে পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছেন তাতে করে শিক্ষার আরো অগ্রগতি হবে বলে জানান তিনি