বুধবার আগরতলা মোটর স্ট্যান্ড এর অফিস গৃহে ত্রিপুরা সিনিয়র সিটিজন এবং পেনশনাল সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পেনশনার সংঘের সভাপতি রমনজিত দে, সাধারণ সম্পাদক পৃথ্বীশ রঞ্জন রায় সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে সভাপতি রমনজিত দে বলেন আগামী ২৬ শে আগস্ট আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনের সংঘের ত্রি বার্ষিক ও সম্মেলন করতে যাচ্ছে। ত্রী বার্ষিকীয় সম্মেলনে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্জি, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্যরা। ত্রিবার্ষিকীয় সম্মেলনে ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার সংঘের দাবি গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানান সাংবাদিক সম্মেলনে।