রাজ্যের তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মসূচিতে সহায়তা দেওয়া হচ্ছে । ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত যোগ্য তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের ৪০০ টাকা প্রাকমাধ্যমিক বৃত্তি দেওয়া হচ্ছে । বিগত ৪ অর্থবছরে ৭১ হাজার ৪০৮ জন ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক বৃত্তি দিতে ৩ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে । তাছাড়াও বর্তমান অর্থবছরে আরও ২৫,০০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা জানান । সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী শ্রী দাস আরও জানান , নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাক মাধ্যমিক বৃত্তির ( কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৯০ : ১০ অনুপাতে ) ক্ষেত্রে সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয় । যেসব ছাত্রছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২ ৫০ হা টাকার মধ্যে তাদের এই বৃত্তি দেওয়া হয় । এক্ষেত্রে যারা ছাত্রাবাসে থাকে তাদের বছরে ৬ হাজার ২৫০ টাকা এবং অন্যান্যদের ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয় ৷ তিনি জানান , এই প্রকল্পে গত ৪ বছরে ২০ হাজার ৭০৪ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৫ কোটি ৮২ লক্ষ ৬৯ হাজার টাকা । ২০২২-২৩ অর্থবছরে আরও ১৪ হাজার ২৯৫ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । এই প্রকল্পে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীরা বাৎসরিক ছাত্রাবাস বৃত্তি পাবে ৭ হাজার টাকা এবং ছাত্রাবাসে থাকেন না এমন ছাত্রছাত্রীরা পাবে ৩ হাজার ৫০০ টাকা করে । সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী জানান , কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশানুসারে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাকমাধ্যমিক বৃত্তি পাওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর , ২০২২ – এর মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি ২.০ – এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট www.tripura.scw.gov.in- এ দেওয়া হয়েছে । সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস আরও জানান , সাফাই কাজে নিযুক্ত পরিবারগুলির প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের বছরে ১০ মাসের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করা হয় । এক্ষেত্রে বাৎসরিক বৃত্তির পরিমাণ ছাত্রাবাস বৃত্তি ৮ হাজার টাকা ( তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ) এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তির পরিমাণ ৩ হাজার টাকা ( প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ) । তিনি জানান , বিগত ৪ বছরে ৩ হাজার ৩৭৮ জনকে এই বৃত্তি দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৯৭ লক্ষ ৪৪ হাজার টাকা । এই প্রকল্পে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বাৎসরিক ছাত্রাবাস বৃত্তি ৮ হাজার টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি ৩ হাজার ৫০০ টাকা । ছাত্রছাত্রীদেরকে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি ২.০ – তে আবেদন করতে হবে । এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া রয়েছে । সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী জানান , একাদশ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৯০ : ১০ অনুপাতে সমস্ত তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয় । এক্ষেত্রে যাদের পরিবার পিছু বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত সীমিত তাদেরকে এই বৃত্তি দেওয়া হয় । এই প্রকল্পে গত ৪ বছরে ৬৭ হাজার ২৫৬ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে । ২০২২-২৩ অর্থবছরে আরও ২৬ হাজার ৮২৮ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । তিনি জানান , বৃত্তি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের দপ্তরের পোর্টালে আবেদন করতে হবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া রয়েছে । সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী আরও জানান , প্রাক মাধ্যমিক বৃত্তি ব্যতীত ২০২০-২১ অর্থবছর থেকে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশুনার জন্য তপশিলি জাতি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা দুই কিস্তিতে প্রদান করা হয় । এই প্রকল্পে গত ২ বছরে মোট ৫০৭ জন ছাত্রছাত্রীকে সহায়তা দেওয়া হয়েছে । ২০২২-২৩ অর্থবছরে ৪২০ জন ছাত্রছাত্রীকে সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী জানান , বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনায় রাজ্যে তপশিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী তপশিলি জাতি কল্যাণ দপ্তর পরিচালিত হোস্টেলগুলি থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফলাফলের উপর আলোকপাত করেন । তিনি বলেন , হোস্টেলগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় বসা ১২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১২৩ জন উত্তীর্ণ হয়েছে । উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ৪০ জন পরীক্ষায় বসে । ৩৯ জন উত্তীর্ণ হয় । আজকের এই সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা ছাড়াও দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস উপস্থিত ছিলেন ।