বৃহস্পতিবার স্মার্ট সিটি প্রকল্পে মোটরস্ট্যান্ড এলাকায় তৈরি হতে যাওয়া এই পার্কিং জোনের জায়গা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব, সদরের মহকুমা শাসক অসীম সাহা, মেয়র ইন কাউন্সিল রত্না দত্তসহ উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মেয়র পরিদর্শন কালে সংবাদমাধ্যমকে জানান, শহরকে যানজট মুক্ত করার জন্য পার্কিং জোন তৈরির জন্য এই জায়গাটি বাছাই করা হয়েছে। কিছুদিনের মধ্যেই জায়গা মার্কিং করা হবে। ২৫ শে আগস্টের মধ্যে জায়গা দখল নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভূমি পূজা দিয়ে শুরু হবে নির্মাণ কাজ। সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে তিন বছর