আগরতলা শহরে বেপরোয়া ভাবে বাইক চালকরা বাইক চালিয়ে যায় তাদের কে লাগাম টানতে এবার মাঠে নামলো ট্রাফিক পুলিশ। বুহস্পতিবার আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের তৎপরতা বৃদ্ধি। বাইক চালক ও আরোহীর হেলমেট না থাকলে তাদেরকে ফাইন দিতে হচ্ছে । পাশাপাশি কাগজপত্র পরীক্ষা করে ঠিক না থাকলেও ফাইন আদায় করে। ডিএসপি প রেন্দ্র রিয়াং এর নেতৃত্বে এই তল্লাশি চলে তাতে করে বেপরোয়া বাইক চালক দের বাইক চালানো বন্ধু হবে পাশাপাশি যান সন্ত্রাস কিছুটা হল কমাতে পারবে বলে ট্রাফিক পুলিশের এই ধারণা।



