Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপুলিশ সদর দপ্তর থেকে চুরি ১৬৫ টি গুরুত্বপূর্ণ ফাইল সন্দেহজনকভাবে আটক দুই...

পুলিশ সদর দপ্তর থেকে চুরি ১৬৫ টি গুরুত্বপূর্ণ ফাইল সন্দেহজনকভাবে আটক দুই চুরসহ তিন দোকানদার

স্বাধীনতা দিবসে আগরতলায় পুলিশ সদর দফতর থেকে 165টি গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে।  পশ্চিম থানার পুলিশ ও বটতলা ফাঁড়ির পুলিশ যৌথ অভিযানে ২ সন্দেহভাজন চোরসহ ৩ দোকানদারকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে।  D.S.P শঙ্করলাল পুরোকায়স্টের অভিযোগ ছিল যে C.N.13/22/US 457/380 CPC-এর অন্তত 165টি ফাইল চুরি হয়েছে।  সন্দেহভাজন চোররা হলেন ১) বিজয় ঋষি দাস (কালু) বেলোনিয়া, কালিনগর, ২) তাপস আচার্য আগরতলা ভট্টপুকুর।  ফাইলের সন্দেহভাজন ক্রেতারা হলেন অমিত দে, সুব্রত সূত্রধর যাদের বটতলার হাওড়া বাজারে দোকান রয়েছে, সুমন দে, নেতাজি চৌমুহনীতে যার দোকান রয়েছে।  বাইপাস এলাকায় অবস্থিত সুমন দে-এর গোডাউন থেকে ফাইলগুলি উদ্ধার করা হয় এসআই অভিজিৎ মণ্ডলের উদ্যোগে, বটতলা ওসি।  এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য