Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপাঁচ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণঅবস্থান টিএসএফের

পাঁচ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণঅবস্থান টিএসএফের

নেসু এর ডাকা ৩ ঘন্টার গন অবস্থান করলো আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে টিএসএফের পক্ষ থেকে এই তিন ঘন্টার ঘন অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই দিনের গণ অবস্থান মঞ্চে টিএস এফ সভাপতি বিশ্বকুমার দেববর্মা বলেন পাঁচ দফা দাবি কে কেন্দ্র করে এইগন অবস্থান দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সিটিজেন শিপ আমেন্ডমেন্ট বিল লাগু করতে হবে, রিফুজি চিহ্নিত করে বহিষ্কার করতে হবে, টিটি এডিসি খোমলুং এ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি কলেজ টেকনিক্যাল কলেজ স্থাপন করতে হবে, দুর্গম এলাকাতে আশপা ইমপ্লিমেন্ট বাতিল করতে হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য