সমগ্র দেশের সাথে ত্রিপুরায় স্বাধীনতা দিবস পালিত হওয়ার একদিন পরে, ত্রিপুরা কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে এই স্বাধীনতা দিবসের পিছনে মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে ক্ষুণ্ন করে স্ব-প্রচারে করদাতাদের অর্থ অপচয় করার জন্য নিন্দা জানিয়েছে। বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, “আগরতলা শহর জুড়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কিছু জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পোস্টার রয়েছে কিন্তু সেখানে মুক্তিযোদ্ধাদের ছবি ছিল না। এটা অপ্রত্যাশিত। আমরা ভেবেছিলাম যে বিজেপি সরকার এই দিনটিকে সত্যিকারের ভক্তিভরে পালন করবে কিন্তু কোথাও তার আভাস দেখা যায়নি”। “আমরা জিজ্ঞেস করতে চাই, মুক্তিযোদ্ধাদের ছবির জন্য কি কোনো বাজেট ছিল না? সচিবালয়ে বিশাল পতাকা তৈরিতে 17 লাখ টাকা ব্যবহার করা হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য 17 হাজার টাকা কি হতে পারে না?”, বলেন সুদীপ রায় বর্মন? তাছাড়া “নেতা ও মন্ত্রীদের দীর্ঘ বক্তৃতা ছাড়া আর কিছুই ছিল না, সরকার কি হাসপাতালে অন্তত খাবার পরিবেশন করতে পারেনি? স্বাস্থ্য খাতে বিনামূল্যে সেবা দেওয়ার কোনো ঘোষণা ছিল? তাহলে এই স্বাধীনতার মানে কী?” বর্মন যোগ করেন।



