বুধবার উদয়পুরের টেপানিয়ায় রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত কৃষি মহকুমার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই কৃষি মহকুমা কার্যালয়ের কাজকর্ম ১০০ শতাংশ মহিলাদের দিয়েই পরিচালিত হবে। রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের যে প্রক্রিয়া হাতে নিয়েছে আজকের কর্মসূচি এরই অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া রাজ্যের কৃষকদের স্বার্থ সুরক্ষায় সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। চলতি বছরের মধ্যে কৃষকদের পরিষেবা প্রদানের লক্ষ্যে জোলাইবাড়ি, পোয়াংবাড়ি, বি সি নগর, নলছড় এবং বামুটিয়ায় কৃষি মহকুমা কার্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলি এবছরের শেষ নাগাদ জনগণের সেবায় কাজ শুরু করবে। এর পাশাপাশি রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন কার্যকর করতে বদ্ধপরিকর সরকার। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।



