মঙ্গলবার সচিবালয়ে শিল্প ও বাণিজ্য দপ্তর নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজ্যের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের কাজের গতি বৃদ্ধির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সামগ্রীক আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে উৎপাদিত পন্যের রপ্তানি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করতে বলেন তিনি। এই সভায় ‘প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রাজ্যকে একটি অর্থনৈতিক হাব-এ পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরকে কাজ করার পরামর্শ প্রদান করেন মুখমন্ত্রী।



