বিগত কয়েক মাস আগে রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল যে ১০০ জন পিজিটি ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে বলে, সে অনুযায়ী রাজ্য সরকার এখনো নিয়োগ করিনি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দুই দফা দাবি নিয়ে ডেপুটেশনের মিলিত হন ফিজিক্যাল এডুকেশন আর্ন এম্প্লয়েড ইউথ অফ ত্রিপুরা। এদিন তারা সংবাদ মাধ্যমকে আরো জানান টাকা খরচ করে পরিশ্রম করে বি. এড এম. এড কোর্স করছেন শেষে রেজাল্ট শুন্য আসছে, যেহেতু এইসব কোর্স করার পরও চাকরি নাইবা দেওয়ার তাহলে ইউনিভার্সিটি গুলিতে কেন এ ধরনের কোর্স চালু রেখেছে বলে প্রশ্ন ছুড়ার, পাশাপাশি যে ১০০ জন নিয়োগ করার ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার তা এখনো কেন নিয়োগ করা হয়নি বলে? তার পাশাপাশি এরা বলেন যে এনসিআরটি গাইডলাইন অনুযায়ী যদি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা চলে থাকে তাহলে কেন ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, কেননা এনসিআরটি গার্ডেন অনুযায়ী ফিজিক্যাল এডুকেশন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এদিন তারা বিদ্যালয়ে যেভাবে শিক্ষক-স্বল্পতা দেখা দিয়েছে সেদিকে লক্ষ্য রেখে অনুপাতিক হারে 300 থেকে 400 ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ করার দাবি রাখেন।



