কমিউনিস্ট পার্টির লোকজনেরা দেশ ভক্তির নামে দেশের জাতীয় পতাকাকে অবমাননা করলো বুক চেতিয়ে নির্লজ্জের মতো। এমন ঘটনা ফের প্রকাশ্যে এলো তেলিয়ামুড়ায় সোমবার স্বাধীনতা দিবসের দিনে। ঘটনা তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলের ব্রহ্মছড়া উত্তর গোকুলনগর সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ের সামনে।
সোমবার গোটা দেশ জুড়ে ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এর অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলের ব্রহ্মছড়া উত্তর গোকুলনগর সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়েও স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় মান-মর্যাদা হীন ভাবে। যা অনেকটা অমর্যাদার সামিল। তাদের দলীয় পতাকা অর্থাৎ হাতুড়ি কাঁচি সম্বলিত লাল পতাকা যথেষ্ট মর্যাদার সহিত উত্তোলন করে সম্মান জানালেও স্থানীয় কমরেড বাহিনীর সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন করে অমর্যাদার সহিত। যা জাতীয় পতাকার অবমাননাকর। জাতীয় পতাকাটি বাঁশের সাথে কেবল গিঁট দিয়ে রেখে দেয়। উপরন্তু জাতীয় পতাকার বাশটিও ছিল নড়বড়ে। এমন কাজকর্ম প্রত্যক্ষ করে এলাকার মানুষজন কেবল ছিঃ ছিঃ করছে। স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকদের দেশ ভক্তির নমুনা প্রত্যক্ষ করে। অথচ সিপিআইএম নেতারা প্রায় সময় বলেন ১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল অপরিসীম। আদতে সিপিআইএমের নেতারা মিথ্যার উপর বিশ্বাস করে কথা যে বলে তা আবারও প্রমাণিত।



