দেশের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে সোমবার সকালে মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন। এই মহতি দিন উপলক্ষে তিনি সমস্ত রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান যাদের আত্ম বলিদানে দেশ স্বাধীনতা পেয়েছে তাদের গৌরব কথা স্মরণ করার উদ্দেশ্যে ৭৫ তম স্বাধীনতা দিবসকে অন্য রূপে পালন করার উদ্দেশ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে বলে। তাছাড়া এদিন তিনি দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা যেন আরো মজবুত হয় তার কামনা করেন।



