Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবিশিষ্ট ক্রীড়াবিদ ও বীর শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে...

বিশিষ্ট ক্রীড়াবিদ ও বীর শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে : মুখ্যমন্ত্রী

রাজ্যে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছেন । শুধুমাত্র উপযুক্ত পরিকাঠামোর জন্য ক্রীড়া প্রতিভার বিকাশ হচ্ছিল না । বর্তমান সরকার খেলাধুলার মানোন্নয়নে রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে । আজ আগরতলায় টাউনহলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ ও বীর শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে । ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রশিক্ষকদেরও উন্নতমানের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন । মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন , দৃঢ় ইচ্ছা শক্তি , নির্দিষ্ট লক্ষ্য এবং তার সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে কাঙ্খিত সাফল্যে পৌঁছানো সম্ভব । এর প্রকৃষ্ট উদাহণ রাজ্যের গর্ব অলিম্পিয়ান জিমনাস্ট পদ্মশ্রীম ড . দীপা কর্মকার । পদ্মশ্রী দীপা কর্মকারকে অনুসরণ করে রাজ্যের ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , আজকের এই অনুষ্ঠান আক্ষরিক অর্থে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান । রাজ্যের ক্রীড়া দপ্তরকে এই অভিনব উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান । মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে দেশের সাথে রাজ্যেও ১৩ থেকে ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি নেওয়া হয়েছে তা সত্যিকার অর্থে দেশাত্মবোধের চেতনায় দেশবাসীকে জাগ্রত করেছে । অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যৌথভাবে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে । কারণ সঠিক পরিকাঠামোগত উন্নয়ন না হলে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় । তিনি বলেন , কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্প এবং রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রীড়া পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে । ক্রীড়ামন্ত্রী রাজ্যের খেলাধুলা এবং এনএসএস – এর সঙ্গে যুক্ত ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন , খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নিজের রাজ্য এবং দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে । তিনি বলেন , প্রত্যন্ত এবং জনজাতি অঞ্চলগুলিতে বহু ক্রীড়া প্রতিভা লুকিয়ে রয়েছে। তাদের প্রতিভার বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । তিনি ক্রীড়া পরিকাঠামোগত উন্নয়নে রাজ্যে যে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে বা চলছে তার তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার , পদ্মশ্রী অলিম্পিয়ান ড . দীপা কর্মকার । স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী । অনুষ্ঠানে সাম্প্রতিককালে শহীদ হওয়া রাজ্যের জওয়ান মঙ্গরাম দেববর্মা , শহীদ জওয়ান শম্ভু রায় , শহীদ জওয়ান প্রশান্ত দেব এবং শহীদ জওয়ান সঞ্জয় দেবনাথের পরিবারের সদস্যাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । তাছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি ২০২২ পুরস্কার প্রাপক পুবী চক্রবর্তী সহ আন্তর্জাতিক ও জাতীয়স্তরের বিভিন্ন ইভেন্টে দেশের বা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এমন রাজ্যের ২৮ জন বিশিষ্ট খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয় । সম্মাননা স্বরূপ তাদের হাতে পুষ্পস্তবক , স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা , যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য