আজাদীকা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূতি উপলক্ষে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও TULM যৌথ উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এক রেলীর আয়োজন করা হয়। এদিনের রেলীতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অন্যান্যরা। এদিনের রেলিটি রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আর এম এস চৌমুনীতে গিয়ে শেষ হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে TULM এর এক সদস্যা জানান স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই রেলি বলে জানান। এ দিনের রেলিটিকে কেন্দ্র করে টি ইউ এল এম এর সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



