স্বাধীনতার 75 বর্ষ পূর্তিতে রাজধানীতে সুসজ্জিত বর্ণাঢ্য প্রভাব ফেরী বিদ্যালয় পড়ুয়াদের। ছাত্র-ছাত্রীদের প্রভাত ফেরিতে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ।আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। রাজ্যের সর্বত্র সরকারি বেসরকারি সমস্ত জায়গায় এমনকি বাড়ি বাড়ি তোলা হচ্ছে জাতীয় পতাকা ।একই সঙ্গে চলছে প্রভাত ফেরী, বাইক রেলি সহ বিভিন্ন কর্মসূচি। সরকার ভাবে চলছে বিভিন্ন অনুষ্ঠান। বিদ্যালয় শিক্ষা দপ্তরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার রাজধানীতে কেন্দ্রীয়ভাবে প্রভাত ফেরি বের করে শিক্ষা দপ্তর ।এদিন রাজধানী উমাকান্ত একাডেমির থেকে বের হয় প্রভাত ফেরী। এতে রাজধানীর ছয়টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন। বিভিন্ন থিমের উপর ছিল ট্যাবলুও। উমাকান্ত স্কুলের সামনে এই প্রভাত ফেরীর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ,শিক্ষা মন্ত্রী রতন লালসহঅন্যান্যআধিকারিকরা ।জাতীয় পতাকা নিয়ে প্রভাত ফেরীতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনের সামনে শেষ হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং দেশাত্মবোধের ভাবনা সৃষ্টি করার জন্যই এ ধরনের কর্মসূচি



