আজ নগর সৌন্দর্যায়ন ও পরিষেবা উন্নয়নের অংশ হিসেবে মঠ চৌমুহনি থেকে এমবিবি কলেজ পর্যন্ত স্মার্ট রোড, প্রথমবারের মত ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিবাহী সংযোগ ও লেক সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৯ বনমালীপুর কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেব, বিধায়ক তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীলিপ দাস, মিশন ডিরেক্টর এবং আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার শৈলেশ কুমার যাদবসহ ৯ বনমালীপুর কেন্দ্রের কর্পোরেটররা। এদিন মুখ্যমন্ত্রী ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় নব নির্মিত মঠ চৌমুহনি থেকে এমবিবি কলেজ পর্যন্ত স্মার্ট রোড, প্রথমবারের মত ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিবাহী সংযোগ ও লেক সৌন্দর্যায়ন প্রকল্পের। এদিন বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তরিক দৃষ্টির ফলশ্রুতিতে প্যারামিটারগত আংশিক সরলিকরণের দ্বারা স্মার্ট সিটির সফল রূপান্তর বাস্তবায়িত হচ্ছে l অবকাঠামো উন্নয়ন ও নাগরিক স্বাচ্ছন্দকে অগ্রাধিকারের ভিত্তিতে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় ৬৬৭ কোটি টাকার প্রকল্প রূপায়ণ প্রক্রিয়া চলছে l জনতা পরিষেবার পিছু ছুটার বদলে, জনতার কাছে সমস্ত পরিষেবার সুফল পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম সংকল্প l এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থক এবং এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।



