আজাদীকা অমৃত মহোৎসব কে সামনে রেখে লায়ন্স ক্লাব অফ আগরতলার রয়েলসের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এদিন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান দেশবাসীর প্রত্যেকের মনে যেন দেশ ভক্তি জাগ্রত হয় ও দেশের স্বাধীনতার সংগ্রামে শহীদ হওয়া বীর জওয়ানদের প্রতি যেন শ্রদ্ধা দেশবাসীর মনে সদা সর্বদা থাকে সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহব্বানে গোটা দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন বলে।



